বাঁশখালী উপকূলে অভিযান: জাল পুড়িয়ে মাছ নিলামে তুলল কোস্ট গার্ড


চট্টগ্রামের বাঁশখালী উপকূলে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটটি থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল ও প্রায় ছয় হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খাটখালী নদীর মোহনায় এই বিশেষ অভিযান চালানো হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল জব্দ করা হয়। নিয়ম অনুযায়ী বোট ও জেলেদের আটকের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানের পর বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বোটের মালিকপক্ষের কাছ থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে অবৈধ কাজ না করার মুচলেকা নিয়ে বোটটি তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দ করা ছয় হাজার কেজি মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে এবং অবৈধ ট্রলিং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ ট্রলিং কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।