পটিয়ায় লড়বে এলডিপি, ইয়াকুব আলীর ফরম সংগ্রহ


লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিএনপির জোট ছেড়ে একক নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপরই চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলীর পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় এলডিপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মনছুর আলম, দক্ষিণ জেলার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহম্মদ নবী চৌধুরী, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পটিয়া পৌরসভার সভাপতি গাজী আমির হোসেন, উপজেলা যুগ্ম সম্পাদক নাদের জামান, প্রচার সম্পাদক আবদুর রশিদ এবং পৌরসভা এলডিপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নোমান।

দলীয় সূত্রে জানা গেছে, এলডিপি প্রার্থীর এই ফরম সংগ্রহের মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনের সমীকরণে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। এম ইয়াকুব আলী ছাড়াও এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট ও ইনসানিয়াত বিপ্লবসহ বিভিন্ন দলের মোট ১১ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এলডিপির মতো দলগুলো এককভাবে নির্বাচনে আসায় স্থানীয় ভোটের মাঠে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

মনোনয়ন ফরম সংগ্রহের পর পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন বলেন, পটিয়ার জনগণের সঙ্গে আমাদের গভীর যোগাযোগ রয়েছে। এই নির্বাচনে আমরা উন্নয়ন, শিল্পায়ন এবং স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছি। এম ইয়াকুব আলীর নেতৃত্বে আমরা পটিয়ায় একটি নতুন অধ্যায় শুরু করতে চাই।