হাটহাজারীতে ১০ বস্তা আবর্জনা পরিষ্কার করল শিক্ষার্থীরা, সচেতনতার ডাক


পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বাংলাদেশ’। বৃহস্পতিবার হাটহাজারী পৌরসভার বাস স্টেশন চত্বর ও এর আশপাশের এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

কার্যক্রমে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তাঁরা বাস স্টেশন এলাকা এবং সংলগ্ন সড়ক থেকে প্রায় ১০ বস্তা ময়লা-আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে অপসারণ করেন। সংগঠনের হাটহাজারী টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিন, নিহা, দোলা, মরিয়ম, আইরিন, রাফি, বেলাল, দিনা, আকিব, রিশতিয়া ও নিশানসহ আরও অনেকে।

টিমের সদস্যরা জানান, তাঁরা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজসহ জনগুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যরা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু স্বেচ্ছাসেবীরা পরিষ্কার করলেই হবে না, স্থানীয় দোকানদার, গাড়িচালক ও পথচারীদেরও ময়লা যথাস্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।