কুয়াশায় হাতির সামনে পড়ে প্রাণ গেল বাঁশখালীর কৃষকের


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্য হাতির আক্রমণে হাফেজ মো. কামাল উদ্দিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের করলাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী নিহত কামাল উদ্দিন উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুরমা সিকদার পাড়ার মৃত আসহাব মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ও প্রান্তিক কৃষক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নিজস্ব কৃষিজমিতে কাজ করতে যাচ্ছিলেন কামাল উদ্দিন। শীতের সকালে চারপাশ কুয়াশাচ্ছন্ন থাকায় লোকালয়ে ঢুকে পড়া বন্য হাতির উপস্থিতি তিনি টের পাননি। একপর্যায়ে তিনি হাতির খুব কাছাকাছি চলে গেলে হাতিটি তাঁকে আক্রমণ করে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাতির শুঁড়ের আঘাতে কামাল উদ্দিনের মাথা ও বুকে গুরুতর জখম হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাতির উপদ্রব থেকে সতর্ক থাকতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে।