হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সৌমেন ঘোষ গ্রেপ্তার


নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সৌমেন ঘোষকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকার একটি সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

৩৩ বছর বয়সী সৌমেন ঘোষ চিকনদণ্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিজেন্দ্র লাল ঘোষ বাড়ির আশিষ ঘোষের ছেলে। পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

অভিযানের বিষয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আলতাফ ও তাঁর সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে সৌমেন ঘোষকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় ওসি জাহিদুর রহমান বলেন, সৌমেন ঘোষের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালেই তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।