লন্ডন-কানাডার আদলে চট্টগ্রামে ‘নগর সরকার’ চান মেয়র শাহাদাত


চট্টগ্রামের টেকসই উন্নয়ন এবং নগরীকে একটি ‘ক্লিন, গ্রিন ও হেলদি সিটি’ হিসেবে গড়ে তোলার জন্য ‘নগর সরকার’ (সিটি গভর্নেন্স) ব্যবস্থা প্রবর্তন করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, বর্তমানে সিটি করপোরেশনের সেই ধরনের ক্ষমতা ও কর্তৃত্ব নেই, যা একটি পূর্ণাঙ্গ নগর সরকারের থাকা উচিত। লন্ডন বা কানাডার মতো উন্নত বিশ্বের শহরগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে শক্তিশালী সিটি গভর্নেন্স থাকায় পরিকল্পিত উন্নয়ন সম্ভব হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর বলুয়ারদীঘি পাড়ে অবস্থিত অভয়মিত্র মহাশ্মশান মন্দিরে শ্রীশ্রী পার্বতী সুহৃদ মাতার ৬৯তম তিরোধান দিবস ও বার্ষিক মহোৎসব উপলক্ষে আয়োজিত সনাতন ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, তিনি চট্টগ্রামকে এমন একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করতে পারে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমি একজন প্র‍্যাকটিক্যাল মানুষ, সব সময় কাজে বিশ্বাসী। আমি এখানে অনেকবার এসেছি। আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আপনাদের জন্য কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলাম ধর্মে যেমন বলা হয়েছে প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তেমনি শ্রীকৃষ্ণ বলেছেন দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে। ধর্মবর্ণনির্বিশেষে সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্মশানে আগে রোদের মধ্যে শবদাহ করতে হতো, এখন ছায়ার জন্য শেড করা হয়েছে। এটি মানুষ হিসেবে নৈতিক কর্তব্য।

সম্মেলনে সভাপতিত্ব করেন অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দে। পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনে সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন লিপুসহ পরিষদের অন্য নেতারা। সভার শুরুতে সাধু-সন্ন্যাসীরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

উল্লেখ, চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে ২৬ ডিসেম্বর থেকে পাঁচ দিনব্যাপী এই বাৎসরিক মহোৎসব শুরু হয়েছে।