লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাজমুল মোস্তফা


চব্বিশের গণ-অভ্যুত্থানের পর লোহাগাড়া থানা থেকে পুলিশের যেসব আগ্নেয়াস্ত্র লুট হয়েছে, তা উদ্ধার না করা হলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তাঁর মতে, দুর্বৃত্তরা এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে।

শনিবার সকাল ১০টার দিকে লোহাগাড়ার একটি রেস্তোরাঁর হলরুমে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাজমুল মোস্তফা আমিন সাফ জানিয়ে দেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এসব অস্ত্র উদ্ধার করা অপরিহার্য।

এলাকার উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ দিন ধরে সাতকানিয়া ও লোহাগাড়া অবহেলিত। অতীতের সংসদ সদস্যরা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আগামী ১০০ বছরের মহাপরিকল্পনা গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সম্প্রসারণে ভূমিকা রাখা, যানজট নিরসন, বাস টার্মিনাল ও গণশৌচাগার নির্মাণের কথা বলেন তিনি। এছাড়া সামাজিক অবক্ষয় রোধে মাদক এবং কিশোর গ্যাং দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দেন তিনি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির উপস্থিত ছিলেন।