হাটহাজারীতে ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগ নেতাসহ দুজন গ্রেপ্তার


চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অভিযুক্ত দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিকারপুর ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—শিকারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ৩৬ বছর বয়সী মো. মহিউদ্দিন এবং একই ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য ৩৮ বছর বয়সী মো. ফারুক। পুলিশ জানায়, মহিউদ্দিন শিকারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাতুয়া এলাকার মৃত আবু তাহের মিয়ার ছেলে। অন্যদিকে ফারুক একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বার বাড়ির মাহবুব আলমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আলতাফ ও তাঁর সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শিকারপুর এলাকা থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কতটি মামলা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালেই তাঁদের আদালতে পাঠানো হয়েছে।