আল্লাহকে পেতে রাসূলের তরিকত মানতে হবে: পটিয়ায় লেবাননের স্কলার


লেবাননের বৈরুত থেকে আগত আন্তর্জাতিক ইসলামী স্কলার ও আওলাদে রাসূল ড. শেখ সৈয়দ জামাল শাকুর আল-হোসাইনী বলেছেন, আল্লাহ তায়ালাকে খুশি করতে হলে আগে রাসূল (সা.)-এর তরিকত ভালোভাবে পরিপালন করতে হবে। মহানবীর আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের পাশাপাশি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা কাদেরীয়া চিশতীয়া তৈয়্যবীয়া মাদ্রাসার বার্ষিক সালানা জলসা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. শেখ সৈয়দ জামাল শাকুর আরও বলেন, দ্বীন ও ইসলাম প্রচারের মাধ্যমে ইসলামের সুমহান বাণী মানুষের কাছে তুলে ধরতে হবে। রাসূলের হাদিস যথাযথ পালনের মাধ্যমেই মহান আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ইদ্রিছ আল-কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা নাছেরুল হক চিশতি। মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন আল্লামা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নেজামী ও আল্লামা শাহজাদা ওবাইদুল মোস্তফা নঈমী নক্সবন্দী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মোসাহেব উদ্দীন বখতেয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মাওলানা হাফেজ নুর হোসাইন। এছাড়া প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন আল্লামা মিজানুর রহমান আল-কাদেরী এবং বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা মুহাম্মদ আবু তারেক মিয়াজী। মাহফিলে নাত পরিবেশন করেন মাওলানা শায়ের মুহাম্মদ নুরুল মোস্তফা খসরু।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।