চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনয়ন যুদ্ধ: ১০ প্রার্থীর ভিড়ে যুক্ত হলেন আরও দুই নেতা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ক্রমশ বাড়ছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে আরও দুই বিএনপি নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এ নিয়ে এই একটি মাত্র আসনেই এ পর্যন্ত মোট ১০ জন বিএনপি নেতা ও তাদের প্রতিনিধিরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেনের কার্যালয় থেকে চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সদস্য এস এম মাসুদ।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম, সাবেক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুরিদুল আলম মুরাদ, পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব উদ্দিন চৌধুরী, যুবদল নেতা মো. কামরুল ইসলাম, ছাত্রদল নেতা সজিব উদ্দিন ও মোহাম্মদ সাহেদ শিকদার। নেতাকর্মীদের এই উপস্থিতি সিরাজুল ইসলামের পক্ষে মাঠপর্যায়ের সমর্থনের ইঙ্গিত দেয়।

একই দিন একই কার্যালয় থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবদুস সালাম মামুনের পক্ষেও মনোনয়নপত্র তোলা হয়। তার হয়ে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন দক্ষিণ জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আবদুস সালাম মামুনের এই মনোনয়ন সংগ্রহ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

এর আগে আরও ৮ জন বিএনপি নেতা এই আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সব মিলিয়ে ১০ জন হেভিওয়েট ও উদীয়মান নেতার মনোনয়ন সংগ্রহ চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির ভেতরের তীব্র প্রতিযোগিতার চিত্র ফুটিয়ে তুলেছে।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক কার হাতে ওঠে এবং বাকি প্রার্থীরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় ঐক্যের পরিচয় দেন কি না।