
বৈধ পথে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (এনআরবি) নির্বাচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি আবুল বশরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পটিয়া উপজেলা শাখা। রোববার দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সভায় তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সিআইপি আবুল বশর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আবেদন করলেও রাজনৈতিক বৈষম্য সৃষ্টি করে কেবল দলীয় লোকদের এসব পদমর্যাদা দেওয়া হতো। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবার সিআইপি নির্বাচন করেছে। তিনি শিক্ষকদের দেশ গড়ার কারিগর হিসেবে অভিহিত করে বলেন, আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেই আমরা দেশের বাইরে বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছি। শিক্ষকদের যেকোনো সমস্যায় নিজেকে উৎসর্গ করার ঘোষণা দেন তিনি।
সংগঠনের পটিয়া উপজেলার সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের। সভায় বক্তারা বলেন, আমাদের দেশে গুণীজন জন্ম নিলেও অনেক সময় হারিয়ে যান, কারণ তাঁদের যথাযথ কদর করা হয় না। সিআইপি আবুল বশর বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন, তা নিঃসন্দেহে পটিয়াবাসীর জন্য গর্বের।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি শহীদুল ইসলাম, পটিয়া উপজেলা শাখার সেক্রেটারি অরুণ কুমার মিত্র, বদিউল আলম, মিলন কান্তি দাশ, শেখর দাশ গুপ্ত, জামাল উদ্দীন, সমর কান্তি বিশ্বাস, সুজিত দত্ত, আলী আকবর ও আশরাফ উদ্দীন। শিক্ষকরা সিআইপি আবুল বশরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন।
