
চট্টগ্রামের নির্বাচনী রাজনীতিতে আবারও নাটকীয় মোড়। চট্টগ্রাম-৪ ও ১০ আসনের পর এবার চট্টগ্রাম-৬ (রাউজান) আসনেও প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে এই আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ গোলাম আকবর খোন্দকার। তিনি জানান, রোববার বিকেলেই তিনি চূড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন। দলের এই সিদ্ধান্তের জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর ফলে রাউজানে ধানের শীষ প্রতীকে লড়বেন সাবেক এই সংসদ সদস্য ও রাষ্ট্রদূত।
এর আগে শনিবারও চট্টগ্রামের একাধিক আসনে প্রার্থী তালিকায় রদবদল আনে বিএনপি। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পরিবর্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কারাবন্দি নেতা আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
একই দিন চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনের পূর্বঘোষিত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন দেওয়া হয়। আর চট্টগ্রাম-১০ আসনে নতুন করে মনোনয়ন পান প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ছেলে এবং জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান।
পরপর দুই দিনে চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী পরিবর্তন দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীর পরিবর্তে গোলাম আকবর খোন্দকারকে বেছে নেওয়াকে বড় ধরনের চমক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
