জামায়াতের জোটে এলডিপি ও নাগরিক পার্টি, সঙ্গী বেড়ে হলো ১০


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এর ফলে জামায়াত নেতৃত্বাধীন জোটের পরিধি বেড়ে ১০ দলে দাঁড়িয়েছে।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নিশ্চিত করেন যে, শেষ মুহূর্তে এনসিপি ও এলডিপি তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়েছে।

এনসিপির আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে জামায়াত আমির বলেন, এনসিপি এই জোটে যোগ দিচ্ছে। রোববার রাতেই তারা দলীয় বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার বিষয়টি জানাবে।

আসন ভাগাভাগি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জোটের অধিকাংশ আসন নিয়েই শরিকদের সঙ্গে সমঝোতা হয়ে গেছে। কয়েকটি আসন নিয়ে এখনো আলোচনা বাকি আছে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আলোচনার মাধ্যমে সেগুলো ঠিক করে নেওয়া যাবে। তিনি আরও জানান, আরও বেশ কিছু দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে এবং সময়ের অভাবে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের পর জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে সমমনা দলগুলো। জামায়াতের সঙ্গে আগে থেকেই সাতটি দল ছিল। এগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। জামায়াতসহ এই আটটি দল দীর্ঘদিন ধরে রাজপথে অভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এবার এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ায় এটি ১০ দলীয় জোটে রূপ নিল।