
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি কেটে ইট তৈরির দায়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বারদোনা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের বারদোনা এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় এসএমবি ব্রিকস ও বিবিএম ব্রিকস নামে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ইটভাটাগুলোতে কৃষিজমির মাটি ব্যবহার এবং পরিবেশগত ছাড়পত্র না থাকার প্রমাণ মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় এসএমবি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং বিবিএম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড় ও আবাদি জমি কাটার বিরুদ্ধে নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এবং জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
