
চট্টগ্রামের হাটহাজারীতে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০টি মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট বাজার ও বড়দিঘির পাড় এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আব্দুল্লাহ আল মুমিন।
অভিযান সূত্রে জানা যায়, ওই এলাকায় যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরির দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ১০ ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে চৌধুরীহাট এলাকার মো. জামাল ও মো. নওশেদকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া আবু তাহের সওদাগর, জুনায়েদ, মাসুদ ও সাইদুল ইসলামকে ৫ হাজার টাকা করে, মো. তানভীরকে ৩ হাজার টাকা এবং সাইদুল ইসলাম (অপরজন), রুবেল পাল ও মো. মনজুর আলমকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। আদায়কৃত মোট ৪৯ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জরিমানার পাশাপাশি অভিযানে চৌধুরীহাট ও বড়দিঘির পাড় এলাকার বিভিন্ন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশা ও বাস থামানো এবং যাত্রী ওঠানামার নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন দোকানের সামনে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ বাড়তি স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রোববার রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আব্দুল্লাহ আল মুমিন বলেন, যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছিল। জনদুর্ভোগ লাঘবে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
