
নির্মম হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি স্মরণে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে বিশেষ ফুটবল টুর্নামেন্ট। ‘সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ নামের এই আসর আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৭০ জন গণমাধ্যমকর্মী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
রোববার দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার রাতে লটারির মাধ্যমে ৬টি দলের জন্য দুটি গ্রুপ নির্ধারণ করা হয়। চূড়ান্ত সূচি অনুযায়ী, ‘ক’ গ্রুপে খেলবে টিম কর্ণফুলী, টিম বুড়িগঙ্গা ও টিম ইছামতি। অন্যদিকে ‘খ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে টিম মাতামুহুরী, টিম হালদা ও টিম সাঙ্গু।
আয়োজক কমিটির আহ্বায়ক ফারুক মুনির জানান, টুর্নামেন্ট ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। আগ্রহীদের সবাইকে খেলার সুযোগ দিলে আরও দুটি দল গঠন করা যেত। তবে প্রথম আসর হওয়ায় ৬টি দল নিয়েই আয়োজন করা হয়েছে। পরের আসরগুলোর পরিধি আরও বাড়ানো হবে বলে তিনি জানান।
আগামী ১০ জানুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের। সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
