
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়েছে একটি তিন কক্ষবিশিষ্ট কাঁচা বসতঘর। সোমবার ভোররাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাত ৩টা ৩৮ মিনিটের দিকে রতন পালের ছেলে রাজেশ পালের মালিকানাধীন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
ততক্ষণে রাজেশ পালের তিন কক্ষের কাঁচা বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, রাঙ্গুনিয়ায় সাম্প্রতিক সময়ে এটি তৃতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দাদি ও নাতনির মৃত্যু হয় এবং ছয়টি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছিল। তারও একদিন আগে উপজেলার বেতাগী ইউনিয়নে আগুনে পুড়ে যায় এক সিএনজি চালকের বসতঘর। ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
