খাগড়াছড়িতে ভোটের মাঠ ছাড়লেন এনসিপি প্রার্থী মনজিলা সুলতানা ঝুমা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনজিলা সুলতানা ঝুমা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার থাকলেও এর আগের রাতেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মনজিলা সুলতানা ঝুমা জানান, এনসিপি প্রাথমিকভাবে দেশের ১২৫টি আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এর অংশ হিসেবে তাঁকে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মনোনীত করা হয়েছিল। দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর তাঁর পক্ষে দলের জেলা আহ্বায়ক রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

তবে মনোনয়নপত্র জমার শেষ সময়ে এসে তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বিষয়টি তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে আগেই জানিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে বিশ্বাস করি—তরুণরা সংসদে যাবে, আজ না হোক কাল।

মনজিলা সুলতানা ঝুমার এই আকস্মিক ঘোষণার পর খাগড়াছড়ির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। এনসিপির মতো নতুন দলের প্রার্থীর সরে দাঁড়ানোকে অনেকে কৌতূহলের দৃষ্টিতে দেখছেন। সোমবার মনোনয়নপত্র জমার শেষ দিনে তিনি আর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাননি।