
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ গণঅধিকার পরিষদের (জিওপি) মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদের প্রাইম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল কাদের প্রাইম। তিনি বলেন, দীর্ঘ সময় পর নির্বাচনমুখী এই আয়োজন ঘিরে সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নির্দ্বিধায় ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রতীকে ভোট প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মনোনয়নপত্র জমাদানকালে আব্দুল কাদের প্রাইমের সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আরাফাত চৌধুরী, জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাশেদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুফিজুর রহমান, চকরিয়া যুব অধিকার পরিষদের সহ-সম্পাদক আসাদুল ইসলাম, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিয়াবুল করিম ও মোহাম্মদ রুবেল, ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদ হোসেন তকি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল কবির, কৈয়ারবিল ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক সাকের উল্লাহ, যুবনেতা সাইফুল ইসলাম, সমাজসেবক মওলানা আব্দুস সালাম এবং নুরুল আমিন তৌহিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা আব্দুল কাদের প্রাইমকে আসন্ন নির্বাচনে কক্সবাজার-১ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি। গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
