
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় শফিউল বশর নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার কোলাগাঁও এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৩৮ বছর বয়সী শফিউল বশর পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাপড়া এলাকার মো. ইউনুছের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জুলাই-আগস্টের আন্দোলনে হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। ওই হামলার ঘটনায় জড়িত অনেক আসামি এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কোলাগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে শফিউল বশরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় শফিউল বশরের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
