গণতন্ত্রের সাহসী ভ্যানগার্ড ছিলেন খালেদা জিয়া: দক্ষিণ জেলা বিএনপি


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। মঙ্গলবার এক শোকবার্তায় দলটির নেতারা বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন আপোষহীন গণতান্ত্রিক নেত্রী ও অভিভাবককে হারাল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

নেতাকর্মীদের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া বলেন, বাঙালি জাতি আজ একজন মহান অভিভাবককে হারিয়েছে। দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তিনি সারাজীবন বাংলাদেশের মানুষের পাশে থেকে সেবা করে গেছেন। গণতন্ত্রের পক্ষে তাঁর সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনন্য অবদান এবং নব্বইয়ের গণ–অভ্যুত্থানে নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বহুবার কারাবরণ করেছেন এবং নানা চড়াই–উৎরাই পেরিয়ে এসেছেন। তবে জনগণের অধিকার ও রাজনৈতিক আদর্শের প্রশ্নে তিনি কখনও আপস করেননি।

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠুর পাঠানো ওই শোকবার্তায় সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি কখনও অন্যায়ের কাছে মাথানত করেননি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়াকে বারবার নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। স্বৈরশাসনামলে মিথ্যা মামলায় তাঁকে দীর্ঘদিন কারাগারে রেখে নির্মম নির্যাতন চালানো হয়েছে। এরপরও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। এশিয়া উপমহাদেশে তিনি ছিলেন গণতন্ত্রের এক সাহসী ভ্যানগার্ড।

শোকবার্তায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতারা বলেন, জনগণের প্রতি বেগম খালেদা জিয়ার অকৃত্রিম ভালোবাসা, সততা ও দেশপ্রেম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত। বিবৃতিতে দলটির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।