সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ‘কালা মাদু’ গ্রেপ্তার


দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাহমুদুল হক ওরফে কালা মাদু। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ্বীপ চরতি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হকের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজার নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত মাহমুদুল হক ওরফে কালা মাদু সাতকানিয়া উপজেলার দ্বীপ চরতি এলাকার মৃত মো. হোসেনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০০২ সালের একটি হত্যা মামলায় (মামলা নং ১১(৬)০২, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) আদালত মাহমুদুল হককে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাত সাড়ে ৭টার দিকে দ্বীপ চরতি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জিআর সাজা ১১১/০২ মূলে পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেপ্তারকৃত মাহমুদুল হক দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। বুধবার রাতে বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।