
চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরিফুল ইসলাম আদিল (১৭) নামে রাউজানের এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকাস্থ কড়িয়ার দিঘীর পাড় এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম আদিল রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল করিম মাস্টার বাড়ির বাসিন্দা আবু বক্করের ছেলে।
নিহতের প্রতিবেশী তসলিম জানান, আদিল ও তাঁর চাচাতো ভাই সামির হাটহাজারী বাজার থেকে ব্যাডমিন্টন খেলার র্যাকেট মেরামত করে মোটরসাইকেলে করে রাউজানের নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে প্যারেন্টস ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক আদিল ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আদিলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সামিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
নিহতের মামাতো ভাই মোহাম্মদ খোরশেদ খাঁন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বুধবার রাত ১১টার দিকে জানান, এখনো পর্যন্ত এ দুর্ঘটনার বিষয়ে কেউ থানায় যোগাযোগ করেনি। তবে বিষয়টি শোনার পর পুলিশ খোঁজখবর নিচ্ছে।
