
চট্টগ্রামের পটিয়ায় চুরি হওয়ার মাত্র ১২ ঘণ্টার মাথায় পুলিশি অভিযানে উদ্ধার করা হয়েছে একটি সিএনজি চালিত অটোরিকশা। এ ঘটনায় জড়িত চোর চক্রের এক সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে পটিয়া পৌরসদর থেকে অটোরিকশাটি চুরি হলেও রাতেই বাঁশখালী থেকে সেটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলী (২৯)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১টার দিকে পটিয়া পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের মুন্সেফ বাজারের পেছনের রাস্তা থেকে অজ্ঞাতনামা চোর চক্র একটি সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-থ-১৪-১৯৭৬) চুরি করে নিয়ে যায়। গাড়িটির আনুমানিক মূল্য ২ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে পটিয়া থানায় ৩৭৯ ধারায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতেই চট্টগ্রামের বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় চোর চক্রের সদস্য মো. আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বুধবার দুপুরে সিএনজি অটোরিকশাটি চুরি হওয়ার পর রাতেই পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থেকে গাড়িটি শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি মো. আলীকে বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
