জামায়াতের সমর্থন পেলেও নিজ দল জমিয়ত থেকে বাদ পড়লেন মাওলানা মুনির


দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নূরে আলম হামিদীকে দলের সকল সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩০ ডিসেম্বর দলের নীতিনির্ধারণী ফোরাম ‘মজলিসে আমেলা’র বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

জানা যায়, মাওলানা নাসির উদ্দিন মুনির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২৮২ (হাটহাজারী-৫) আসন থেকে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি ক্ষুব্ধ হয়ে খেলাফত মজলিসে যোগদান করেন। এরপর তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন।

১০ দলীয় জোটের সমীকরণে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী মাওলানা নাসির উদ্দিন মুনিরের সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে জোটের একক প্রার্থী হিসেবে মাওলানা মুনির মনোনয়নপত্র জমা দেন এবং ‘রিকশা’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমন পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জমিয়ত তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, মাওলানা নাসির উদ্দিন মুনির এর আগে ২০১৫ সালে হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব পদেও দায়িত্ব পালন করছেন।