অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা না থাকলে মানবিক মূল্যবোধ থাকে না: ধর্ম উপদেষ্টা


অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাদের অন্য ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকে না, তাদের মানবিক মূল্যবোধ থাকার কথা নয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার। তাই দেশ তথা মাতৃভূমির প্রতি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব রয়েছে। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আমাদের অনিয়ম ও দুর্নীতিমুক্ত হতে হবে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বৌদ্ধদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য সুনিল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) সাদেক আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মং হলা চিং।

মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন সুমনশ্রী ভিক্ষু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক পলাশ বড়ুয়া, অঞ্জন কুমার বড়ুয়া, জ্যোতিশ চন্দ্র বড়ুয়া, শচী ভূষন বড়ুয়া, অলোক বড়ুয়া ও সমির চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলার শতাধিক বৌদ্ধ মন্দিরের অনুকূলে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশগড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।