
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি চাইলে মোস্তাফিজের পরিবর্তে অন্য খেলোয়াড় দলে নিতে পারবে বলেও অনুমতি দিয়েছে বোর্ড। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে ভারতে সৃষ্টি হওয়া বিতর্কের মুখে এই সিদ্ধান্ত এলো।
গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, তবে সেই অনুমতিও দেওয়া হবে।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত সহিংসতার খবর সামনে আসার পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে ভারতে তীব্র বিতর্ক তৈরি হয়। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়ে দেশটির বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয় এবং কেকেআর মালিক শাহরুখ খানের কঠোর সমালোচনা করা হয়।
ভারতের ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এএনআইকে বলেন, কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের উচিত ওই ক্রিকেটারকে দল থেকে সরিয়ে দেওয়া। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে দলে নেওয়ায় বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যায়িত করেছেন।
অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও শাহরুখ খানের সমালোচনা করেছেন। তিনি এএনআইকে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে, সে বিষয়ে শাহরুখ খানের কি কিছুই জানা নেই? দুঃখের বিষয়, এমন খবরের পরেও কেকেআর আইপিএলের নিলামে এক বাংলাদেশি খেলোয়াড় বেছে নিয়েছে। শাহরুখ খানের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া এবং বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চালানো নৃশংসতার নিন্দায় বিবৃতি দেওয়া।
শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম এএনআইকে বলেন, যখন পুরো দেশ বাংলাদেশকে নিয়ে ক্ষিপ্ত, তখন ভারতের যে কেউ, যার বাংলাদেশিদের সঙ্গে সামান্য হলেও সম্পর্ক আছে, সে সেই রাগের লক্ষ্য হতে পারে। যদি শাহরুখ খানের দলে একজন বাংলাদেশি খেলোয়াড় থাকে, সে কারণে তিনি লক্ষ্য হওয়ার আগেই আমরা শাহরুখকে তাঁর দলে থাকা বাংলাদেশিকে সরানোর অনুরোধ করছি।
এদিকে কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাতে আইপিএলের নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এএনআইকে বলেন, সবার আগে আমি জানতে চাই নিলামের পুলে বাংলাদেশের খেলোয়াড়দের রেখেছেন কে। এই প্রশ্ন বিসিসিআই এবং আইসিসির কাছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহর উত্তর দেওয়া উচিত, বাংলাদেশের খেলোয়াড়দের পুলে রেখেছেন কে।
উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে বাংলাদেশের সাতজন খেলোয়াড় তালিকায় থাকলেও দল পান শুধু মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই ছিল সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড। মোস্তাফিজ এর আগে ৫টি ভিন্ন দলের হয়ে ৮ মৌসুম আইপিএলে খেলেছেন এবং সব মিলিয়ে ৬৫টি উইকেট শিকার করেছেন।
এর আগে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, মোস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন। তবে শেষ পর্যন্ত বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আজ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন।
