ফটিকছড়িতে গভীর রাতে আগুন, নানুপুর বাজারে পুড়ল ১৮ দোকান


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে বাজারের মির্জা মার্কেটে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ মির্জা মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তাঁরা ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ততক্ষণে আগুনের গ্রাসে মৃদুল ফার্মেসির ওষুধের গুদাম, মতি টি-স্টোর, বসুন্ধরা, সোহেল ব্রাদার্স, জাহাঙ্গীর টেইলার্সের কারখানা, মফিজ সওদাগরের গুদাম, নাজিম সওদাগরের গুদাম, সোলাইমান সওদাগরের দোকানসহ একটি মোবাইল সার্ভিসিং সেন্টার ও কাপড়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সব মিলিয়ে অন্তত ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় তাঁরা প্রায় কোটি টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। আগুনের কারণ সম্পর্কে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই মির্জা মার্কেটে এই আগুনের সূত্রপাত হয়েছে।