মেয়ের নবজাতক সন্তানকে দেখতে এসে লাশ হলেন মা


মেয়ের নবজাতক সন্তান ও মেয়েকে দেখাশোনা করতে হাসপাতালেই ছিলেন মা। সকালে নাস্তা আনতে বেরিয়ে আর ফেরা হলো না তাঁর। চট্টগ্রামের রাউজান উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ছেনোয়ারা বেগম (৪৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছেনোয়ারা বেগম পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খণ্ডলিয়া পাড়া এলাকার বাসিন্দা মো. আমীনুর রহমানের স্ত্রী।

নিহতের ছেলে মো. রাসেল ঘটনার বর্ণনা দিয়ে জানান, কয়েকদিন আগে তাঁর বোনকে প্রসবজনিত কারণে রাউজানের নোয়াপাড়া পথেরহাট এলাকার পাইওনিয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছিল। সেখানে কয়েকদিন আগে তাঁর বোন একটি কন্যা সন্তানের জন্ম দেন। মেয়ের দেখাশোনার জন্য মা ছেনোয়ারা বেগম হাসপাতালেই অবস্থান করছিলেন।

শনিবার সকালে নাস্তা কেনার জন্য হাসপাতাল থেকে বের হয়ে সড়কে এলে একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শনিবার দুপুরে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।