
চট্টগ্রামের রাউজান পৌরসভার কলমপতি এলাকায় সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং পানি চলাচলের পথ বন্ধ করার অপরাধে মো. সাহাবু (৬০) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা এই অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. সাহাবু ওই এলাকার বাসিন্দা। অভিযানে তাঁকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা জানান, মো. সাহাবু দীর্ঘদিন ধরে স্থানীয় একটি খালের মাটি কেটে এবং সেখানে ব্লক দিয়ে কাঠামো নির্মাণ করে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে রেখেছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঘটনাস্থলে সত্যতা পাওয়ার পর তাঁকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত মো. সাহাবুকে সাজার পরোয়ানা মূলে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
