
চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিলহান্ট ফেজ-২’ এর আওতায় জাহাঙ্গীর হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসদরের ইন্দ্রপুল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেনের বয়স ৫০ বছর। তিনি পটিয়া পৌরসদরের ১ নম্বর ওয়ার্ডের কাগজী পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পটিয়ায় বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ইন্দ্রপুল এলাকার ওই কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রতিদিন এই অভিযান চালানো হচ্ছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আটক জাহাঙ্গীর হোসেনকে ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
