সাতকানিয়ায় ম্যাজিস্ট্রেট দেখেই পালালেন গ্যাস ব্যবসায়ীরা, এক প্রতিষ্ঠানে জরিমানা


চট্টগ্রামের সাতকানিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হতেই দোকান বন্ধ করে পালিয়েছেন একাধিক ব্যবসায়ী। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার দেওয়ানহাট ও কেরানিহাট বাজারে এই ঘটনা ঘটে। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ম্যাজিস্ট্রেট বাজারের দিকে প্রবেশ করতেই কেরানিহাট বাজারের গ্যাসের দোকানগুলোর শাটার নামতে শুরু করে। অভিযানের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে অন্য ব্যবসায়ীরাও দ্রুত দোকান বন্ধ করে সটকে পড়েন। তবে এই পরিস্থিতির মধ্যেও এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে কেরানিহাট বাজারে গ্যাস ব্যবসায়ী বশির আহমেদের দোকানে লাইসেন্স সংক্রান্ত অনিয়ম পাওয়া যায়। লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা এবং বিস্ফোরক অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন না থাকায় বশির আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান বলেন, এলপি গ্যাস নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ আসছিল কয়েক দিন ধরেই। ভোক্তাদের এমন একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে বাজারগুলোতে অভিযান চালানো হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্যাস একটি অত্যাবশ্যকীয় পণ্য। কৃত্রিম সংকট তৈরি করে বা সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ীদের আজ কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ভোক্তারা। তাঁরা আশা করছেন, প্রশাসনের নিয়মিত নজরদারির মাধ্যমে এলপি গ্যাসের বাজারে শৃঙ্খলা ফিরবে এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা বন্ধ হবে।