
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) এশার নামাজের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় হাশিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়কারী, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম এ হাশেম রাজু। তিনি তাঁর বক্তব্যে মরহুমা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন হিমেল।
এছাড়া আলোচনায় অংশ নেন বিএনপি নেতা আব্দুর রহমান শামা, আইনুল হুদা, জিয়া শিশু কিশোর ফাউন্ডেশন নেতা মোহাম্মদ ইসমাইল, সাবেক উপজেলা ছাত্রদল নেতা মোরশেদুল আলম, বিএনপি নেতা মো. জসিম উদ্দিন ও ইউসুফ সওদাগর প্রমুখ। মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
