সাতকানিয়া-লোহাগাড়ায় শাহজাহান চৌধুরী ও নাজমুল মোস্তফাসহ সবার মনোনয়ন বৈধ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া তিন প্রার্থীর সবার মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি, ফলে এই আসনে আপাতত ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

রবিবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে যে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে তালিকাভুক্ত হয়েছে তাঁরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল আলম চৌধুরী। এই আসনে মোট তিনজন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং সবার কাগজপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় তাঁদের বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। যেহেতু এই আসনে কারো মনোনয়নপত্র বাতিল হয়নি, তাই আপিলের কোনো বিষয় থাকছে না, তবে কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।