ফ্রিজের শর্টসার্কিট থেকে সর্বস্বান্ত ফটিকছড়ির ৭ পরিবার


চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মনু হাজির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন—রুহুল আমিন, নূর হোসেন, নূর মোহাম্মদ, নুরুল আলম, বদিউল আলম, মাহাবুল আলম ও মহি উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাতটি পরিবারের কাঁচা ও আধাপাকা বসতঘর এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে যায়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল উদ্দিন আগুনের কারণ সম্পর্কে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্ধ থাকা একটি বসতঘরের ফ্রিজের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন। এ সময় তিনি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।