শোক বইতে স্বাক্ষরে খালেদা জিয়াকে স্মরণ করল রাউজান বিএনপি


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে রাউজান সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

শোক বইতে স্বাক্ষর শেষে সদ্য প্রয়াত নেত্রীর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক বইতে স্বাক্ষর করে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, সহ-সাধারণ সম্পাদক এম মাসুদুল আলম এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী সুমনসহ স্থানীয় নেতারা।