
পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করা সংগঠন ‘তিলোত্তমা চট্টগ্রাম’ বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে। শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কর্তৃপক্ষের হাতে এই নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম আনুষ্ঠানিকভাবে তিলোত্তমা চট্টগ্রামের সভাপতি সাহেলা আবেদীন রীমার হাতে এই সনদ হস্তান্তর করেন। সনদ গ্রহণকালে সেখানে আরও উপস্থিত ছিলেন তিলোত্তমা চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এবং অর্থ সম্পাদক মোহাম্মদ মোজাহেরুল ইসলাম।
নিবন্ধন সনদ গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিলোত্তমা চট্টগ্রামের সভাপতি সাহেলা আবেদীন রীমা সমাজসেবা অধিদপ্তরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সরকারি স্বীকৃতি সংগঠনের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। পরিবেশ ও সমাজের উন্নয়নে সংস্থার চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
