চবিতে ফলাফলের আগেই হল ছাড়ার নোটিশ, প্রভোস্টের ‘স্বেচ্ছাচারিতা’র প্রতিবাদে ছাত্রদল


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দীনের বিরুদ্ধে মাস্টার্স শিক্ষার্থীদের জোরপূর্বক হল ত্যাগে বাধ্য করার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির দাবি, অর্থনীতি বিভাগের এই শিক্ষকের সিদ্ধান্তটি সম্পূর্ণ স্বেচ্ছাচারী এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আসন বরাদ্দ নীতিমালার পরিপন্থী।

সোমবার (৫ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

বিবৃতিতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আসন বরাদ্দ নীতিমালা অনুযায়ী, মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত একজন শিক্ষার্থীর ছাত্রত্ব এবং হলে থাকার বৈধতা বহাল থাকে। নীতিমালার ২০(৬) ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে, ফলাফল প্রকাশের পরেই কেবল আসন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। অথচ এই নীতিমালা উপেক্ষা করে প্রভোস্ট ড. তাছলিম উদ্দীন শুধুমাত্র ভাইভা বা পরীক্ষা শেষ হওয়ার অজুহাতে শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দিয়েছেন। নেতাদের মতে, জোরপূর্বক উচ্ছেদের কোনো বিধান না থাকা সত্ত্বেও প্রভোস্টের এমন সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়মবহির্ভূত, অমানবিক এবং ক্ষমতার অপব্যবহার।

ছাত্রদলের শীর্ষ দুই নেতা আরও বলেন, ব্যক্তিগত সিদ্ধান্তকে আইন হিসেবে চাপিয়ে দিয়ে প্রভোস্ট শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন ও ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় আপসহীন। শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।

অবিলম্বে মাস্টার্স শিক্ষার্থীদের হল ত্যাগের ওই বিতর্কিত নোটিশ প্রত্যাহার, জোরপূর্বক উচ্ছেদ বন্ধ এবং নীতিমালা অনুসরণ করে শিক্ষার্থীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার জোর দাবি জানান ছাত্রদল সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।