
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনের পুরোটা সময় মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু মৃত্যুর পর তিনি এ দেশের গণমানুষের মাঝে এবং সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মেছবাহুল উলুম মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের নির্যাতিত-নিপীড়িত সকল মানুষের দোয়া পেয়েছেন। সারা বিশ্বের মধ্যে এ পর্যন্ত সর্ববৃহৎ জানাজা তাঁর নসিবে জুটেছে। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে নিজের সন্তান ও স্বামীকে হারিয়েছেন। তবুও তিনি এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন সুদৃঢ় হয়েছে। বিনিময়ে তিনি পেয়েছেন এ দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা। যতদিন এ দেশ থাকবে, ততদিন এ দেশের মানুষ বেগম খালেদা জিয়ার ত্যাগকে মূল্যায়ন করবে।
সাবেক এই প্রতিমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশনেত্রীর এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে নয়, সব সময়ের জন্য এই শোককে শক্তিতে রূপান্তর করে জাতিকে আলোর পথ দেখাতে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রামপুর মেছবাহুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, সাহারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং বিএনপি নেতা নুরুল আজম প্রমুখ। অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
