পটিয়ায় কলেজ থেকে ১৬ কম্পিউটার সরঞ্জাম চুরি, ৩ দিনেও উদ্ধার হয়নি


চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসা স্কুল অ্যান্ড কলেজ থেকে চুরি হওয়া ৯টি ল্যাপটপ ও ৭টি সিপিউসহ ১৬টি কম্পিউটার সরঞ্জাম এবং নগদ টাকা ঘটনার তিন দিন পার হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

গত রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে সংঘটিত এই চুরির ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কলেজের নৈশপ্রহরী ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে সংঘবদ্ধ চোর চক্র কলেজের একটি কক্ষের তালা ভেঙে ৯টি ল্যাপটপ, ৭টি সিপিউ এবং শিক্ষকদের কমন রুম থেকে নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

পরদিন সোমবার সকালে শিক্ষকরা কলেজে এসে চুরির বিষয়টি বুঝতে পারেন এবং তাৎক্ষণিকভাবে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পটিয়া থানার কালারপোল পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। কলেজের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, চোর চক্রের সদস্যরা মুখোশ পরে কলেজের ভেতরে প্রবেশ করেছিল।

এ বিষয়ে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম এমন চুরির ঘটনা ঘটল। ১৬টি কম্পিউটার সরঞ্জাম ও নগদ টাকা খোয়া যাওয়ায় প্রতিষ্ঠানের দাপ্তরিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি দ্রুত মালামাল উদ্ধারের দাবি জানান।

তদন্তের অগ্রগতি সম্পর্কে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, ঘটনার পর কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনক কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাঁদের নাম প্রকাশ করা হচ্ছে না।

পটিয়া কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীন মিয়া বলেন, মনসা স্কুল অ্যান্ড কলেজ থেকে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও চুরিকৃত সরঞ্জাম উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এদিকে চলতি সপ্তাহে পটিয়ার পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ইউনিয়নেও একইভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। পরপর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় পটিয়ার অন্যান্য স্কুল-কলেজের শিক্ষক ও পরিচালনা পর্ষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনকে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।