নীরবে ‘মাস্তান মামা’র খানকা ঘুরে গেলেন নারায়ণগঞ্জের মেয়র আইভী

মোর্শেদ নয়ন : নীরবে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত মাস্তান মামার খানকা শরীফ এসে ঘুরে গেলেন নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

গত ৮ ডিসেম্বর রাতে মেয়র আইভী আনোয়ারার বরুমচড়ায় মাস্তান মামার নবনির্মিত খানকা শরীফে আসেন। রাতে সেখানেই অবস্থান করে পরদিন তিনি নারায়ণগঞ্জ ফিরে যান। তবে খানকা শরীফের পক্ষ থেকে মেয়র আইভির আগমনের সংবাদটি চাওর হোক তা চাইছে না। এটি প্রচারে কেন এই অনাগ্রহ তা অবশ্য জানা যায়নি।

এদিকে গোপনীয়তার রক্ষার ফলে মেয়র আইভী আসার খবর জানে না খোদ আনোয়ারা উপজেলা এবং থানা প্রশাসনও।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ একুশে পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রীর মর্যাদাসম্পন্ন ব্যক্তি। আনোয়ারায় আসলে স্বাভাবিকভাবে তার নিরাপত্তা ও প্রটোকল দেখভালের দায়িত্ব আমাদের। তাই মেয়র মহোদয় আসলে সবার আগে আমরাই জানার কথা।’

এ প্রসঙ্গে জানতে চাইলে বুধবার সন্ধ্যায় ‘মাস্তান মামা’ একুশে পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিনের পরিচয়। দাওয়াত দিয়েছি। তাই বেড়াতে এসেছে। একটা মানুষের সাথে সম্পর্ক থাকলে বেড়াতে আসার বিষয়টি একটা স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে এতো কথা বলার দরকার কী?’

পুলিশের আইজি শহীদুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে পুঁজি করে ফুলে পেপে উঠা বিতর্কিত ‘মাস্তান মামা’র রাজকীয় খানকা শরীফটি উদ্বোধন করা হয় গত ৮ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে।

চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, ডিআইজি এসএম মনিরুজ্জামানসহ শতাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান, এয়াকুব গ্রুপের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালক মো. এয়াকুব আলীসহ বেশ কয়েকজন শিল্পপতি।

জুমার নামাজ শেষে শুরু হওয়া অনুষ্ঠানে পুলিশ, শিল্পপতি, ব্যবসায়ীসহ তিন শতাধিক মানুষের খাবারের আয়োজন ছিল। রাতে ছিল মেয়র আইভীর জন্য বিশেষ আয়োজন। তার আগমন উপলক্ষে খানকা শরীফ বর্ণিল আলোজসজ্জার দায়িত্ব পায় ডি জে কে লাইটিং। অনুষ্ঠানের অতিথিরা একে একে বিদায় নিয়ে চলে যান। এরপর সন্ধ্যা ৭টায় কোনো ধরনের প্রকোটল ছাড়া একটি পাজেরো গাড়িতে চড়ে খানকা শরীফে এসে পৌঁছেন উপমন্ত্রীর মর্যাদাসম্পন্ন নারায়নগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তার সঙ্গে ছিলেন দুই থেকে তিনজন ব্যক্তিগত কর্মকর্তা। এসময় মেয়র আইভীকে ফুল দিয়ে বরণ করেন খানকা শরীফের কর্মকর্তা-কর্মচারীরা।

মাস্তান মামার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত স্থানীয় আনোয়ারা বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলম টিপু একুশে পত্রিকাকে বলেন, শুরুতে বিশ্বাসই হয়নি নিভৃত এই পল্লীতে মেয়র আইভীর মতো কেউ ছুটে আসবেন। পরে সচক্ষে দেখে বুঝতে পারলাম মেয়র আইভীই এসেছেন।

তিনি খাজা আজমির শরিফের খাস খাদেম সৈয়দ জুনায়েদ মিয়া চিশতিয়া এবং মাস্তানমামার সাথে সাক্ষাৎ করে দোয়া নেন এবং বেশকিছু উপহার সামগ্রী নিয়ে আসেন। বলেন শাহজাহান আলম টিপু।

‘মাস্তান মামা’র খানকা শরীফের আলোকসজ্জার দায়িত্বে থাকা ডি জে কে লাইটিংয়ের স্বত্তাধিকারী মোহাম্মদ জামাল ১০ ডিসেম্বর তার ফেসবুকে মেয়র আইভীর সাথে তোলা ছবিতে একটি পোস্ট দেন। সেখানে লিখেন- ‘আমি ও ঢাকা নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভি ম্যাডাম ও খাজা আজমির শরিফের খাস খাদেম সৈয়দ জুনায়েদ মিয়া চিশতিয়াসহ ইয়াকুব মাস্তান মামার বাসায়।

মেয়র আইভীর সাথে ‘মাস্তান মামা’র ছেলে, মেয়ের জামাতা, নাতনিসহ পরিবারের সদস্যদের সাথে তোলা ছবি ফেসবুকে প্রচার করা হলেও ‘মাস্তান মামা’র সাথে মেয়রের ছবি কোথাও প্রচার বা শেয়ার হয়নি। অথচ পুলিশের আইজি, পুলিশ কমিশনার, ডিআইজিসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে কোনো ছবি তুললে তা স্বজনরা ফেসবুকে প্রচার করে নিজেদের জাহির ও বাহবা নিতে দেখা যায়। কিন্তু বাংলাদেশের আলোচিত ভিআইপি রাজনীতিবিদ সেলিনা হায়াৎ আইভীর সাথে ছবি তুললেও অজ্ঞাত কারণে তা এড়িয়ে যাওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বুধবার বিকেলে নানাভাবে চেষ্টা করেও মেয়র সেলিনা হায়াৎ আইভীর বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘মাস্তান মামা’ নয়, মূলত খাজা আজমির শরিফের খাদেম সৈয়দ জুনায়েদ মিয়া চিশতিয়ার দোয়া নিতে শত ব্যস্ততার মাঝে মেয়র আইভী আনোয়ারার বরুমচড়ায় ছুটে গিয়েছিলেন। তিনি মূলত ভারতের আজমীর শরীফের ভক্ত মানুষ।’

http://www.ekusheypatrika.com/2017/12/09/%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4/

http://www.ekusheypatrika.com/2017/12/04/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0-%E0%A6%95%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D/