শ্রমিক নেননি, নিজের ঘরের দেয়াল নিজেই ভাঙা কাল হলো খালেদের


চট্টগ্রামের লোহাগাড়ায় পুরোনো পাকা দেয়াল ভাঙার সময় পিলারের নিচে চাপা পড়ে মোহাম্মদ খালেদ নামের ২২ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শামশুহাজী পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ খালেদ ওই এলাকার আবদুল মন্নানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে খালেদ শ্রমিক না নিয়ে নিজ উদ্যোগেই তাঁদের পুরোনো পাকা বাড়ির দেয়াল ভাঙার কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ করেই জরাজীর্ণ দেয়ালটির একটি ভারী পিলার ধসে সরাসরি তাঁর শরীরের ওপর পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

চুনতি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অসাবধানতাবশত পুরোনো দেয়াল ভাঙতে গিয়ে পিলার ধসে এই দুর্ঘটনা ঘটেছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।