কক্সবাজার-২: আপিলে ফিরল জামায়াত নেতা আযাদের প্রার্থিতা


কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিকালে তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয় কমিশন। এর ফলে আসন্ন নির্বাচনে তার অংশ নিতে আর কোনো বাধা রইল না।

এর আগে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে আযাদের মনোনয়ন স্থগিত রাখেন কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান। পরে কাগজপত্র ও মামলার তথ্য পর্যালোচনা শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন জামায়াতের এই নেতা। সেই আবেদনের শুনানি শেষে শনিবার তার প্রার্থিতা ফিরিয়ে দিল ইসি।