
নিয়মিত খেলাধুলা সমাজে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী।
তিনি বলেন, “ভিন্ন ভিন্ন পেশার মানুষ খেলাধুলার মাধ্যমে এক কাতারে এসে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে পারে।”
শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পেশাজীবীদের প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া পেশাজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ম্যাচের আয়োজন করা হয়।
বক্তব্যে হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতে জাতীয় পর্যায়ে রাঙ্গুনিয়ার সন্তানদের প্রতিনিধিত্ব দেখাই সবার লক্ষ্য হওয়া উচিত।
লয়ারস ক্লাব ও ডক্টর-ইঞ্জিনিয়ার ক্লাবের মধ্যকার ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। মাঠজুড়ে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নির্ধারিত সময় শেষে ডক্টর-ইঞ্জিনিয়ার ক্লাবকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়ে জয় পায় লয়ারস ক্লাব।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু। পেশাজীবীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মো. মহসিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, এস ইউ এম নুরুল ইসলাম, প্রকৌশলী আরিফ হাসান চৌধুরী, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী ও ডা. তাশদীদ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
