খেজুরের রস নিয়ে বিরোধ: রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খেজুরের রস সংগ্রহ নিয়ে সৃষ্ট তুচ্ছ বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত শামসুল আলম অবশেষে মারা গেছেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল এলাকায় হামলার এই ঘটনা ঘটে।

নিহত ৫৮ বছর বয়সী শামসুল আলম সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইছু মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে খেজুরের রস সংগ্রহ করা নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে শামসুল আলমের কথা কাটাকাটি হয়। বিরোধের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শামসুল আলমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শনিবার সকালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, খেজুরের রস সংগ্রহের মতো অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত হয়। মারামারিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শামসুল আলমের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।