মাদক থেকে তরুণদের ফেরাতে খেলার বিকল্প নেই: পটিয়ায় ফুটবলার সাজ্জাদ


জাতীয় ফুটবল দলের অন্যতম খেলোয়াড় সাজ্জাদ হোসেন বলেছেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম বিভিন্ন নেশায় আসক্ত হয়ে বিপথে চলে যাচ্ছে। এই সর্বনাশা পথ থেকে তাদের ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই সবার উচিত তরুণদের মাঠমুখী হতে উৎসাহিত করা।

শুক্রবার (৯ জানুয়ারি) চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট পেট্রোল পাম্প এলাকায় নবনির্মিত ‘শান্তিরহাট টার্ফজোন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। এদিন কেক কেটে আনুষ্ঠানিকভাবে এই টার্ফজোনের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া শান্তিরহাট টার্ফজোনের পরিচালক দিদারুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সাইফুদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম, রাজনীতিবিদ রমজান আলী, সমাজসেবক মো. বেলাল, মো. বোরহান, মোতালেব সওদাগর ও মো. আজিজ। এছাড়া টার্ফ জোন প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা মো. হারেচ ও মো. সোহেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. ফোরকান।

উদ্বোধন উপলক্ষ্যে টার্ফজোনটিতে ৬টি দলের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদি দর্শকরা এই আয়োজন উপভোগ করেন।