পটিয়ায় তরুণীকে অপহরণের মামলা, ৫ মাস পর র‍্যাবের হাতে গ্রেপ্তার তরুণ


চট্টগ্রামের পটিয়ায় এক তরুণীকে উত্ত্যক্ত ও অপহরণের মামলায় শওকত হোসেন সিজান (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার সিজান পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার শফির বাড়ির নাছির উদ্দীনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন সিজান। এ নিয়ে প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরও উপদ্রব না থামলে গত বছরের ১০ আগস্ট পটিয়া থানায় উত্ত্যক্ত ও অপহরণচেষ্টার অভিযোগে সিজানকে আসামি করে মামলা করেন তরুণীর পরিবার।

মামলার পর থেকেই সিজান পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

তরুণীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত সিজান স্থানীয় একটি ‘কিশোর গ্যাং’-এর সদস্য। এর আগেও তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুজুৎসু যশ চাকমা বলেন, “র‍্যাব-৭ সিজানকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রোববার আদালতে পাঠানো হয়েছে।”