হালদা নদীতে অভিযান, পুড়িয়ে ফেলা হলো লক্ষাধিক টাকার অবৈধ জাল


এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে নদী থেকে ৮৫০ মিটার দৈর্ঘ্যের পাঁচটি ‘চরঘেরা’ জাল উদ্ধার করা হয়।

রোববার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা। এর আগে শনিবার সন্ধ্যা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে একটি দল হালদা নদীর রামদাসহাট এলাকা থেকে অভিযান শুরু করে। পর্যায়ক্রমে তারা সত্তারঘাট, মাছুয়াঘোনা ও কেরামতলী পর্যন্ত নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালায়।

অভিযানে সহায়তা করেন হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী ও সঙ্গীয় ফোর্স এবং হালদা প্রকল্পের পাহারাদাররা। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু মাছ শিকারিরা জাল ফেলে দ্রুত সটকে পড়ে, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মৎস্য অফিস জানিয়েছে, জব্দ করা পাঁচটি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। রোববার দুপুরে উদ্ধার করা এসব অবৈধ চরঘেরা জাল শুকানোর পর নৌ পুলিশের সহযোগিতায় এবং স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

হালদা নদীর জীববৈচিত্র্য ও মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী।