হাটহাজারীতে মাদকসেবী ও অসাধু ব্যবসায়ীদের দণ্ড, ৩ জনের জেল


চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং গ্যাসের দাম বেশি রাখার অপরাধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরের এ অভিযানে তিনজনকে কারাদণ্ড এবং চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট বাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

আদালত সূত্র জানায়, মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার দায়ে তিন ব্যক্তিকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন—আনন্দ মনি ঋষি (২৯), আবু বক্কর সিদ্দিক নয়ন (২৩) ও মো. দিদারুল আলম (৪৫)।

অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল মজুদ এবং বিক্রির দায়ে মদনহাট বাজারের তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স জনতা ফার্মেসিকে ১৫ হাজার টাকা, মেসার্স খাজা ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং মেসার্স লাভলী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকার মেসার্স সানজিদা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, “হাটহাজারীর সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”