ফটিকছড়িকে ‘সুন্দরে সাজাতে’ চান এমপি প্রার্থী গোলাম নওশের


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের ‘জনতার দল’ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সমাধান এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই হবে তাঁর মূল লক্ষ্য। শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতির মাধ্যমে ফটিকছড়ি উপজেলাকে নতুনরূপে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রোববার দুপুরে ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি নিজের নির্বাচনী ইশতেহার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমসাময়িক রাজনীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।

ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী বলেন, “সুন্দর আগামীর ফটিকছড়ি গড়াই আমার অঙ্গীকার। স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক পরিবর্তনে আমি আজীবন কাজ করতে চাই।”

দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “বাবার আদর্শে বড় হয়েছি। তাঁর মতো ন্যায়-নীতির আদর্শ থেকে কখনো বিচ্যুত হব না। কোনো অনিয়ম বা দুর্নীতিতে নিজেকে জড়াব না।”

আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরে এই প্রার্থী জানান, খেলাধুলার প্রসার, নারীদের আত্মকর্মসংস্থান এবং যুবসমাজকে তথ্যপ্রযুক্তির জ্ঞানে দক্ষ করে গড়ে তোলাই তাঁর অগ্রাধিকার। তিনি বলেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে সমাজ এগিয়ে যাবে।

তবে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে নওশের আলী বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি না হলে নির্বাচনী ব্যবস্থা সমালোচনার মুখে পড়বে এবং নির্বাচন কমিশন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। তিনি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ জাহেদ, হাফেজ মোহাম্মদ মহি উদ্দিন ও মুহাম্মদ নুরুল আলম রেজা।